স্বেচ্ছাশ্রমে দীর্ঘ ৩০০ ফুট কাঁচা রাস্তা মেরামত করল-ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ
নিউজ ডেস্ক- সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী হয়ে পড়া গ্রামীন সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে মানবিক চেতনাবোধ ও সামাজিক মূল্যবোধের বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের দ্বীনি সেবামূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ। সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয় বারের মতো সংস্কার কাজ পরিচালিত করল সংগঠনটি। ইতিপূর্বে পূর্ব কাউয়ারখোপ লামারপাড়া আব্দুল খালেক মেম্বারের বাড়ি সংলগ্ন বাকখালী নদীর বেড়িবাঁধ নির্মাণ ও দীর্ঘ রাস্তা মেরামত করে ইসলামী তরুণ প্রজন্ম পরিষদের তারুণ্যদীপ্ত সদস্যরা। সংগঠনটির উদ্যোগে আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বৃষ্টির মধ্যেই ভিলিজার পাড়া জামে মসজিদ সংলগ্ন ভিলিজার পাড়া-মওলাঘোনার সুদীর্ঘ ৩০০ফুট সংযোগ সড়কটি বালির বস্তা দিয়ে মেরামত করা হয়।এবিষয়ে জানতে চাইলে অত্র এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসলাম ও তৈয়ব উল্লাহ জানান, আমরা দীর্ঘদিন ধরে যাতায়াত অনেক সমস্যার মধ্যে ছিলাম।আমাদের বাচ্চাদের স্কুল, মাদ্রাসায় যেতে হাঁটু সমান কাদামাটি পাড়ি দেয়া লাগত।আমাদের এই সমস্যা সমাধানে মাদ্রাসার ছাত্র ও তরুণ আলেমরা এগিয়ে এসেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি।তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।স্বেচ্ছাশ্রমে উক্ত মেরামত কাজে অংশ নেন,সংগঠনের অন্যতম উপদেষ্টা মুফতি বেলাল উদ্দিন, এলাকাবাসীর মধ্যে মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউনুছ,তৈয়ব উল্লাহ, মুহাম্মাদ আব্দুল্লাহ,
#সংগঠনের দায়িত্বশীলদের মধ্যে
মুফতি রিয়াজ কামাল
মাওলানা শাকের মাহমুদ
মাওলানা হানিফ আল মাহমুদ
মাওলানা আব্দুল হক
মাওলানা সাইফুল ইসলাম
হাফেজ ওসমান গনি
মাওলানা রহমত উল্লাহ
মাওলানা কামাল উদ্দিন
মাওলানা আতাউল্লাহ
মাওলানা রাশেদ উল্লাহ
হাফেজ জামাল উদ্দিন
মুহাম্মদ মিজানুর রহমান
হাফেজ হেলাল উদ্দীন জুনাইদ
হাফেজ ছালামত উল্লাহ
হাফেজ মুবিনুল হক
মুহাম্মদ হুমায়ুন কবির
মুহাম্মদ তারেক জামিল মাহমুদ
মুহাম্মদ গোলাম মাওলা
মুহাম্মদ রায়হান উদ্দিন
মুহাম্মদ মোবারক হোসাইন
মুহাম্মদ আলী
মুহাম্মদ হামিদুল হক
মুহাম্মদ তারেক প্রমুখ।
## সংগঠনের দায়িত্বশীলগণ এক বিবৃতিতে বলেন, মানবিক ও দ্বীনি মূল্যবোধের তাগিদে আমরা অত্র এলাকার জন মানুষের দুর্ভোগ লাগবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এগিয়ে এসেছি। স্থায়ীভাবে কোন রাস্তা মেরামত করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা গ্রামের অবহেলিত সড়কগুলোর যথাযথভাবে পূণঃনির্মাণ ও সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহন করার জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।
@বার্তা প্রেরক,
১৩/৭/২০২০
প্রচার সম্পাদক
কাউয়ারখোপ ইসলামী তরুণ প্রজন্ম পরিষদ (একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন)
কাউয়ারখোপ রামু কক্সবাজার।
Leave a comment